জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত শনিবার গভীর রাতে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাষীশ ধর এর নেতৃত্বে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ পুলিশ দল উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার বাড়ি থেকে একটি একনলা বন্দুক সহ আরশ আলী (৪৩) নামের এক বক্তিকে গ্রেফতার করা হয়। সে আটঘর গ্রামের আবদুল গফুরের ছেলে। জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত হোসেন নিশ্চিত করে জানান, বন্দুকসহ গ্রেফতারকৃত আসামীকে ১৪ নভেম্বর রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮