জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার ছিক্কা গ্রামে। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ছিক্কা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাহমদ আলী মছব্বির মিয়ার তালাবদ্ধ বাড়িঘর দেখাশোনার দায়িত্ব তার স্বজন শাহ জিলানী কামালকে দিয়ে তিনি প্রবাসে চলে যান। এর মধ্যে গত ১৮ মার্চ একই গ্রামের ছায়াদ মিয়া ও মখাই মিয়া সহ তার লোকজন লোহার গ্রিল ও দরজার তালা ভেঙে প্রবাসীর বাড়ি জবর দখল করেছেন উল্লেখ করে প্রবাসী মাহমদ আলী মছব্বির মিয়ার স্বজন শাহ জিলানী কামাল জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
২০ মার্চ সোমবার সরেজমিনে বিবাদীদের মধ্যে বিবাদী মখাই মিয়ার মা রাজিয়া বিবি জানান, প্রবাসী মাহমদ আলী মছব্বির আমার আপন বড় ভাই। আমাদের বাড়ির জায়গা বন্টন নিয়ে শালিসিদের নিয়ে বৈঠক হয়। এতে আমার ভাই আমাকে এক কেদার জমি দেয়ার প্রতিশ্রæতি দিলেও জমি পাইনি। যে কারণে দাইরে থাকা গ্রিল নামের বেড়া আমরা তুলে ফেলেছি। এ সময় স্থানীয় শালিসিদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করে বলেন, এটি তারা প্রবাসী দুই ভাইয়ের বিরোধ। অভিযোগকারী শাহ জিলানী কামাল বলেন, প্রবাসী মাহমদ আলী মছব্বির দেশে না থাকার সুযোগে বিবাদীরা বাড়ি জবর দখল করেছে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮