জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সারা দেশের মতো সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে রীতিমতো বাধভাঙা আনন্দ ও উল্লাস বিরাজ করছে।
১ জানুয়ারি রোববার বিভিন্ন স্কুলে বই বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, উপজেলার ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৩ হাজার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান জানান, উপজেলার ৩১টি মাধ্যমিক স্কুল এবং স্কুল এন্ড কলেজ ও ১৮টি মাদ্রাসায় বই বিতরণ চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮