জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে এই প্রথম বারের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ট্রলি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর সোমবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিন ব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে সভাপতি পদে আবদুল মোতালিবকে হারিয়ে নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মতিউর রহমান পাখিকে হারিয়ে শামসুল ইসলাম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ছদরুল আমিনকে হারিয়ে আংগুর মিয়া নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মনির উদ্দিনকে হারিয়ে শাফি আহমদ নির্বাচিত হন। সদস্য পদে হৃদয় মিয়া ও রমিজ উদ্দিনকে হারিয়ে দিলোয়ার হোসেন দিলু এবং সামাদ মিয়া নির্বাচিত হয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮