জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৭ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
৩০ এপ্রিল রোববার থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে জগন্নাথপুরে ৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা চলছে। এর মধ্যে ৪টি রয়েছে ভেন্যু। পরীক্ষায় এবার উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
এর মধ্যে প্রথম দিনেই ১৮ জন অনুপস্থিত রয়েছেন। ১৮টি মাদ্রাসা থেকে ৭৫৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রথম দিনে ১৯ জন অনুপস্থিত রয়েছেন বলে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক অফিস সহকারী আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮