জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ উদ্বোধন হয়েছে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদামে আমন ধান সংগ্রহ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব, ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা শিমলা রায়, রাণীগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক চৌধুরী, জগন্নাথপুর খাদ্য গোদাম সহকারি নিরঞ্জন বিশ্বাস, কৃষক হোসেন আলী সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮