জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২০ সেপ্টেম্বর সোমবার জগন্নাথপুর পৌর ভবন কেন্দ্রে দিন ব্যাপী ব্যবসায়ী ভোটারদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সেক্রেটারি পদে বর্তমান বাজার সেক্রেটারি জাহির উদ্দিন ছাতা প্রতীকে ৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মশাহিদ মিয়া ভূইয়া আনারস প্রতীকে ৪০৪ ভোট পেয়েছেন। এছাড়া নুর মোহাম্মদ ফুটবল প্রতীকে পান ২৭৪ ভোট। সহ-সেক্রেটারি পদে বিশ্ব বৈদ্য মাছ প্রতীকে ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান সহ-সেক্রেটারি লিটন মিয়া মোবাইল প্রতীকে ৪০৪ ভোট পেয়েছেন। এছাড়া আবদুল আলী মোরগ প্রতীকে ১৩২ ও রফিক উদ্দিন চাকা প্রতীকে ৪৫ ভোট পেয়েছেন। এ নিয়ে জাহির উদ্দিন টানা তৃতীয় বারের মতো সেক্রেটারি নির্বাচিত হলেন। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর জাহির উদ্দিন ও বিশ্ব বৈদ্যের সমর্থনে পৌর এলাকায় আনন্দ মিছিল হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮