ইবি প্রতিনিধি:
সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নিয়ে তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী এবং সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম।
জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তিনজনেরই বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই। তবে ক্যাম্পাসে ভিন্ন ডিগ্রি অর্জনে ভর্তি হয়েছে সভাপতি সেক্রেটারি।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী পূর্ববর্তী কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নবনির্বাচিত সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি পূর্ববর্তী কমিটিতে অফিস সম্পাদক ছিলেন। নতুন নেতৃত্ব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলেও জানা গেছে।
ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান জানান, অনার্স-মাস্টার্স শেষ হলেও তাদের তিনজনের মধ্যে দু’জনের ছাত্রত্ব রয়েছে। নতুন সভাপতি ও সেক্রেটারি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর লাইব্রেরি সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তবে সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র না হলেও তিনি এমফিলে ভর্তি হওয়ার জন্য অপেক্ষমাণ। সার্কুলার হলে ভর্তি হয়ে তিনিও আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮