দাউদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
চৌহালী -বেলকুচি ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত এমএইচভিদের গত চার মাসের সম্মানী বাবদ মোট ১০৮০০ টাকা প্রদান করা হয়েছে। প্রতি মাসে তাদের সর্বোচ্চ প্রাপ্য সম্মানীর পরিমান ৩৬০০ টাকা। এই টাকা প্রাপ্তি নির্ভর করে তার কাজের উপর অর্থাৎ একজন এমএইচভি তার কাজের বিনিময়ে সর্বোচৃচ মাসে ৩৬০০ টাকা এবং সর্বনিম্ন শূন্য টাকা সম্মানী হিসেবে পেতে পারে। এই সম্মানী আবার ট্যাক্সের আওতাভুক্ত অর্থাৎ আপনাকে ১০% ট্যাক্স প্রদান করে আপনাকে সম্মানী গ্রহন করতে হবে। এছাড়া সরকারি যেকোন টাকার লেনদেনই অডিট যোগ্য। অডিট খরচ অফিস ভেদে ৩ থেকে ৫ শতাংশ, যদিও সরকারি কোন লিখিত নিয়ম নেই কিন্তু এটাই অলিখিত নিয়ম। চৌহালী-বেলকুচির ইউএইচএফপিও মহোদয় এর সাথে মোবাইলে কথা বলে জানা গেছে তিনি গড়ে এবারের সম্মানী হতে ১৫% ও আগের সম্মানীর ১০% হিসেবে মোট ২৫% শতাংশ টাকা কর্তন করে সম্মানী প্রদান করেছেন। ঠিক একই ভাবে উল্লাপাড়ার ইউএইচএফপিও মহোদয়ও মোট সম্মানীর ২৫% কর্তন করে সম্মানী প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও মহোদয় এবারের বরাদ্দের ১৫%, পূর্বের বরাদ্দের ১০% ও ৪ মাসের রেভেনিও স্ট্যাম্প বাবদ ৪০ টাকা হিসেবে মোট ৪০০০ টাকা কর্তন করে ১০৪০০ টাকা প্রদান করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেছেন সম্মানী প্রদানের এটাই নিয়ম।সিরাজগঞ্জের সিভিল সার্জন এর সাথে কথা বললে তিনি জানান যেকোন সম্মানীর পরিমান ১০০০ টাকার বেশী হলেই তার ট্যাক্স কর্তন করতে হবে। নইলে ট্যাক্সের টাকা তাকেই পরিশোধ করতে হবে। তিনি আরও বলেন, চৌহালীর বিষয়টি আমি শুনেছি ও পত্রিকায় দেখেছি। আমার মনে হয় তিনি কর্তনের বিষয়টি নিয়ম মেনেই করেছেন, তারপরও আমি বিষয়টি দেখবো এখানে কোন নিয়মের ব্যাত্যয় ঘটেছে কিনা
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮