কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। রোববার রাতে কক্সবাজার সাগরতীরের একটি তারকা হোটেলের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
তিনি অনুষ্ঠানে বক্তব্যে বলেন- 'কক্সবাজারে উদ্যোক্তাদের কারণেই গেলো ১৫ বছরে যা উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। এছাড়াও ব্যবসায়ীদের কোন রাজনীতি থাকেনা, তাদের থাকে উন্নয়নের রাজনীতি'।
অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরান বলেন- 'কক্সবাজার ব্লু ইকোনমিতে এখনো এতোবেশি এগোতে পারেনি। এসব বিষয় কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে, উদ্যোক্তারা কাজে লাগাতে পারেন।
এসময় ব্যবসা সফল ৫ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। সফলতার স্বীকৃতি পাওয়ায় কৃতজ্ঞতা জানান এসব উদ্যোক্তা।
সভায় কক্সবাজারের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী।
এর আগে চেম্বারের প্রকাশনা 'সুনীল সম্পদ' বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই বার্ষিক সাধারণ সভা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮