প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ১২:০৮ পি.এম
চুয়াডাঙ্গায় সিনজেনটা কোম্পানীর ফুলকপির বীজে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন।।
স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
চুয়াডাঙ্গায় আগাম ফুলকপি চাষ করে ফলন না পেয়ে সিনজেনটা কোম্পানীর বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা।
মঙ্গলবার -১২ নভেম্বর- বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের অর্ধশতাধিক কৃষক।
এ সময় তিনারা ক্ষতিপূরণ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধন শেষে তিনারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন- আমরা চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের কৃষকরা সিনজেনটা কোম্পানীর হোয়াইট গোল্ড ফুলকপির বীজ কিনে প্রতারিত হয়েছি। কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছিল ৬০ দিনের মধ্যে আমরা ফুলকপি বিক্রি করতে পারবো কিন্তু ৮০ দিনের বেশি হয়ে গেলেও কোন ফলন হয়নি। গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই ক্ষতির জন্য সিনজেনটা কোম্পানী দ্বায়ী। তারা আমাদের পুরনো বীজ দিয়ে- আমাদের সাথে প্রতারণা করেছে। অবিলম্বে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।
মানববন্ধনে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের আলী হোসেন- কুনটি বিশ্বাস- সাইদুল ইসলাম ও সাইফুল ইসলামসহ প্রায় অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২