চঞ্চল,
কুড়িগ্রামের চিলমারীতে পণ্যবাহী ট্রাকের ভেতর অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে কুড়িগ্রামের চিলমারী থানাধীন থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশিকালে চালক ও সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ইসমাইল হোসেন (২৫) ও নবীর আলী (৪৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা আজিজুল হক (৩৫)। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও এসময় জব্দ করে র্যাব।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮