প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১:৫৩ পি.এম
চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু।।
এস এম হামিম সরকার নিরব
চিলমারী -কুড়িগ্রাম- প্রতিনিধি।।
কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী -৪০- নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন।
ঘটনাটি ঘটেছে- সোববার সকাল ১১ টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায়। নিহত আক্কাস আলী ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকাল বাড়ির পাশে কদম গাছের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আক্কাস আলী বিদ্যুৎতায়িত হয়ে গাছেই ঝুলছিল। ঝুলন্ত অবস্থায় তিনি মারা যান। পরে আশেপাশের লোকজন গাছের উপর থেকে তাকে নিচে নামিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানাহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহল্লাদার সুমন মিয়া।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২