জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
চিকিৎসা বিজ্ঞান ও মেডিকেল শিক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ সম্মানজনক ডিগ্রি এফসিপিএস মেডিসিন অর্জন করেছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের কৃতী সন্তান ডা.সুব্রত রায়।
তিনি বিশিষ্ট ব্যবসায়ী সাদা মনের মানুষ সুশান্ত রায় ও শিবা রাণী রায়ের পুত্র। এর আগে ডা.সুব্রত রায় সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ঐতিহ্যবাহী গোপরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৯৫ সালে এসএসসি ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি এ অর্জনের জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছেন। এ খবরে জগন্নাথপুর উপজেলার সর্বত্র বইছে আনন্দের বন্যা।
এদিকে-বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায়ের পুত্র ডা.সুব্রত রায় চিকিৎসা বিজ্ঞানে দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করায় তাঁকে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। #
ক্যাপশন-ডা.সুব্রত রায়-ছবি
জগন্নাথপুরে টমটম-ইজিবাইক বন্ধে এ্যাকশনে নামছে প্রশাসন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে টমটম-ইজিবাইক বন্ধে অচিরেই এ্যাকশনে নামছে প্রশাসন। জানাগেছে, গত কয়েক দিন আগে জগন্নাথপুরে টমটম-ইজিবাইক সহ রেজি. ও রোডপারমিট বিহীন যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথপুর অটো টেম্পু-অটো রিকশা ড্রাইভার ঐক্য পরিষদ। এ সময় ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব যানবাহন চলাচল বন্ধ না হলে ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়।
এ বিষয়ে বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সাথে প্রতিবাদী শ্রমিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও প্রতিবাদী শ্রমিক নেতারা।
এ বিষয়ে উপজেলা পরিবহন ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম জানান, টমটম-ইজিবাইক সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে অচিরেই মাঠে নামছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেয়া হবে ব্যবস্থা। প্রশাসনের এমন আশ্বাসে আমরা আরো ১৫ দিন সময় প্রদান করেছি। তাই আমাদের পূর্ব ঘোষিত ১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হলো। #
সাংবাদিক নাছির আহমদ খানের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শোক
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সিলেট থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কাজিরবাজার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক নাছির আহমদ খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বুধবার শ্বাসকষ্ট জনিত রোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে-সাংবাদিক নাছির আহমদ খানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন। #
নিকেশ বৈদ্য
তারিখ-৩০/০৯/২১
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮