বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও বরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বেগম জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃৎপিণ্ড ও শ্বাসতন্ত্রজনিত জটিলতাসহ নানা রোগে ভুগছেন। সাম্প্রতিক শারীরিক অবনতি দেখা দেওয়ায় তাকে বেশ কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শায়খে চরমোনাই বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিত্ব। তার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চিকিৎসকদের কাছ থেকে তার বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছি। আল্লাহ চাইলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এই দোয়া করি।”
তিনি আরও বলেন, মানবিক কারণে জাতীয় নেতাদের সুস্থতা সবার কাম্য হওয়া উচিত। দল-মতের ঊর্ধ্বে তিনি একজন বরেণ্য জাতীয় নেতৃত্ব, তার দ্রুত আরোগ্য দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা হাসপাতালে এসে খোঁজখবর নিচ্ছেন এবং সুস্থতা কামনা করছেন। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে এবং মেডিকেল বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা ঘন ঘন পর্যবেক্ষণ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮