নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিল উপজেলায় ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার থেকে ১কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত নুর হোসেন (২৫) উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের আদি বাড়ির দুলাল মিয়ার ছেলে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার চাটখিল থানা এলাকায় বিশেষ অভযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা সহ মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮