নাঈম ভূঁইয়া রায়পুরা প্রতিনিধি
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নে ডিজিটাল সেন্টারের সামনে সোমবার (৫ মে) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে যুবদল নেতা সাগর বলেন, দীর্ঘ ১৭ বছর চাঁনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোমেন সরকার ক্ষমতায় থেকে তার লোকজন দিয়ে এলাকায় জোরজবরদস্তি করে সাধারণ মানুষের জায়গা জমি দখল করে রেখেছে। চেয়ারম্যানের অনুসারীরা এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছে। সে সীমানা জটিলতার বাহানা দেখিয়ে টানা এক যুগের বেশি সময় যাবত ক্ষমতা আকড়ে রয়েছে। চেয়ারম্যান বাড়ির লোকেরা এলাকায় চুরি, ছিনতাই সহ অবৈধভাবে বালু উত্তোলনের মতো ঘটনায় জড়িত থাকে। চেয়ারম্যানের লোকজন কর্তৃক দখলকৃত জমি উদ্ধারসহ এসব বিষয়ের প্রতিবাদ করায় চেয়ারম্যান তার লোকজন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনের শেষে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট বিচার দাবী করেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, লিয়াকত আলী, সানাউল্লাহ, শামসু মিয়া, মৌলা মিয়া সহ স্থানীয় শতাধিক লোকজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮