মাকসুদুল হোসেন তুষার,
চাঁদাবাজি বন্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতার এলাকার জাপান-বাংলাদেশ আড়তের ব্যবসায়ীসহ আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি)’র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। রবিবার দুপুরে উপজেলার ভুলতার এলাকার জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কারখানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেলিম প্রধান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাউকে চাঁদা দিবে না। কেউ চাঁদাবাজি করতে আসলে আমাকে খবর দিবেন প্রশাসন নিয়ে তাদের মোকাবিলা করবো। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন। ছাত্রদের আন্দোলনের মধ্য নিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই নতুন বাংলাদেশে মাদক ও কোন চাঁদাবাজের ঠাই হবে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮