আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্গম চরাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এর অংশ হিসেবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চরভদ্রাসনের দুর্গম চর হরিরামপুর ইউনিয়ন চরাঞ্চলের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, যুবসমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় ওসি আনোয়ার হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ একা নয়, জনগণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, গুজব বা অনিয়ম বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। দুর্গম চরাঞ্চলের ভৌগোলিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভা শেষে ওসি আনোয়ার হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, আশপাশের পরিবেশ এবং ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে কোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা ওসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম চরাঞ্চলে পুলিশের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় সভা জনমনে আস্থা বৃদ্ধি করেছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশের এমন সক্রিয় ভূমিকায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
এ সময় ওসি আনোয়ার হোসেনের সঙ্গে উপস্থিত ছিল চরভদ্রাসন থানা পুলিশের একটি চৌকস দল, এস.আই শফিকুল ইসলাম, এ.এস.আই রেজাউল হোসেন কনেস্টবল সবুজ লস্কার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮