মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর হতে রেলি প্রদর্শনীর মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজন এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় খামারিদের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন প্রধান অতিথি হিসাবে প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। পরে তিনি প্রদর্শনীর প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে মতবিনিময় করেন।
দুধ, মাংস, ডিম উৎপাদন থেকে শুরু করে উন্নত জাতের পশু, আধুনিক গো–খাদ্য, রোগ নির্ণয় প্রযুক্তি এবং প্রজনন ব্যবস্থাপনা—সবকিছু নিয়ে খামারিদের উদ্ভাবনী উপস্থাপনায় প্রদর্শনী এলাকা ছিল জমজমাট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেফাতুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ ভেটেনারী সার্জন .মো আবু সিদ্দিক হানিফ ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন,“দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জাতের উন্নয়নকে কাজে লাগালে দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব।”
তিনি আরও বলেন, পশুপালন শুধু পারিবারিক আয় বাড়াচ্ছে না, বরং দেশের রপ্তানি সম্ভাবনাকেও উজ্জ্বল করে তুলছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান।
উপজেলা সহকারী কমিশনার জায়েদ হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম ।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান।জাইকার কর্মকর্তা মনজুর সামাদ। তথ্য আপা মনিকা বসু।
চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩০টি বিভিন্ন ধরনের স্টল প্রদর্শনীর মাধ্যমে মেলার আয়োজন করা।
সাতটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খামারিদের পুরস্কৃত করা হয় ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার নারী–পুরুষ খামারিদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। আধুনিক পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, গো–খাদ্য ব্যবস্থাপনা, হাঁস–মুরগি ও গবাদিপশুর উন্নত জাত প্রদর্শন খামারিদের অভিজ্ঞতা বিনিময়ে নতুন মাত্রা যোগ করে।
প্রাণিসম্পদ সপ্তাহ ঘিরে চরভদ্রাসন উপজেলায় এক ধরনের প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় খামারিরা মনে করেন, সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে এই খাত আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এ উপলক্ষে মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন, খামারি ও উদ্যোক্তা সোহাগ,সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা,লিয়কত আলী লাভলু। ডাক্তার হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার জায়েদ হোসেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮