আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
"পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, চরভদ্রাসন থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, "চরভদ্রাসন সাংবাদিক পরিবার", সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা স্বাধীনতা ভাস্কর্য চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে, পুষ্পক অর্পণ শেষে "বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের চরভদ্রাসন উপজেলা শাখার নেতৃবৃন্দ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা, "জুলাইয়ে শহীদ,আহত, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।
"দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে নানা রকম আয়োজন করা হয়। কোরআন থেকে একটি সূরা পাঠ করা হয়, পায়রা উড়ানো, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ইত্যাদি। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তারা বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের প্রেরণার উৎস। দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও চরভদ্রাসন থানা পুলিশ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮