মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিবসটির গুরুত্ব অনুযায়ী সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় যথাযথ আয়োজন ও মর্যাদা পরিলক্ষিত হয়নি বলে জানান স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। কোথাও কোথাও পতাকা অর্ধনমিত অবস্থায় দেখা গেছে, যা জাতীয় দিবসের মর্যাদার পরিপন্থী।
এছাড়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদপত্রের কর্মরত সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। বিজয় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য কোনো ব্যাজ প্রদান করা হয়নি এবং বসার ক্ষেত্রেও নিম্নমানের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। একইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরও ব্যাজ দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসারের পতাকা উত্তোলনের পর বেলুন ওড়ানো, কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও বক্তৃতা কর্মসূচিতে এলোমেলোভাব লক্ষ্য করা গেছে। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের নামে বিভিন্ন মহলে চাঁদা আদায় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অভিযোগ করেন, এবছর ১৬ ডিসেম্বরের চাঁদা আদায় থেকে কেউই রেহাই পায়নি। চাঁদার অর্থ ব্যয়ের স্বচ্ছতা দাবি করেছে সুশীল সমাজ।
সরকারের ব্যয় সংকোচন নীতিমালা থাকা সত্ত্বেও নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দীন বিষয়টিকে গুরুত্ব দেননি বলেও অভিযোগ উঠেছে।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়সহ উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকা ও হাটবাজারের বিভিন্ন দোকানে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় দেখা যায়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসেন জানান, যেসব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন। এই দিনে এমন অবহেলা জাতির ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অসম্মান।” তারা ভবিষ্যতে বিজয় দিবসসহ সব জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮