আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ খ্রি. উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ-এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য দেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপজেলা শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ওকাপ এনজিওর ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিণী রওশনারা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানো সম্ভব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮