আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা ইলিশ সংরক্ষণ উপলক্ষে মৎস অভিযান বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং সকাল ৮.৩০টা থেকে ৯.৩০টা পর্যন্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তর এবং উপজেলা প্রশাসন
চরভদ্রাসন উপজেলার সদর বাজার এবং আমিরের ব্রিজ বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ সময় ৩২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নিশাত ফারাবী, সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ মেজিস্ট্রেট; উপজেলা ভূমি অফিস, চরভদ্রাসন, ফরিদপুর।
এবং নাঈম হোসেন বিপ্লব, উপজেলা মৎস্য কর্মকর্তা, চরভদ্রাসন, ফরিদপুর।
অভিযানের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনাতে ছিলেন সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। পরবর্তীতে আটককৃত জাটকা ইলিশ মাছ- দুইটি বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮