আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বুধবার (১ অক্টোবর) সন্ধা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি উপজেলার বেশ কয়েকটি মন্দির ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এবং ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।
পরিদর্শনকালে শহিদুল ইসলাম বাবুল পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা করেন, তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির সংস্কৃতির একটি ধর্মীয় উৎসব। এটি সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে উৎসবকে সফল করতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে। বিএনপি সব সময় জনগণের ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
"এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক
ওহিদুজ্জামান মোল্লা ও সদস্য শাজাহান শিকদার, ওবায়দুর বাড়ি দিপু খাঁ, আমিনুল হক বাচ্চু, জাহাঙ্গীর বেপারী, গফফার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জান এ আলম। ৪ নং গাজীরটেক ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান (ইয়াকুব আলী)। চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চর-হাজীগঞ্জ হাট বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম, সহ- উপজেলার বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ কমিটির নেতারা কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে ধন্যবাদ জানান এবং তার এ আগমনকে আন্তরিকভাবে স্বাগত জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮