প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১:৫৪ পি.এম
চবির নতুন উপাচার্য হচ্ছেন ইয়াহ্ইয়া আখতার।।
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- প্রতিনিধি।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর -ভিসি- হচ্ছেন রাজনীতি বিজ্ঞান -চবি- বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ।
রবিবার -১২ সেপ্টেম্বর- রাতে বিষয়টি জানা যায়।
ইয়াহ্ইয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে 'পিএইচডি' ডিগ্রি অর্জন করেন।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের -ইউজিসি- সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের-চবি- নতুন উপাচার্য -ভিসি- হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় -চবি- চট্টগ্রামে অবস্থিত দেশের তৃতীয় সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের সরকারি বহু-অনুষদভিত্তিক স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালের ১৮ আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সে সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২