মোঃনেয়াজুর রহমান নয়ন চন্দনাইশ প্রতিনিধি
গত ৬ই আগষ্ট (বুধবার)বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায় সাথে ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম।
অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মামা হোটেল,রিদোয়ান হোটেল কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়।এ ছাড়া ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় নোঙ্গর রেস্তোরাঁ কে হোটেল রেস্তোরাঁ আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮