মোঃ নেয়াজুর রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে গত রবিবার (২৩শে নভেম্বর)সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হারলা নয়াহাটস্থ দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও হারলা মুসলিম ইয়ং সোসাইটির বাস্তবায়নে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, রাজ টিম্বার এন্ড স'মিলের প্রোপাইটর মো.আবু ফয়েজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ডা.মোঃ শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার আমির মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন।
এসময় চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন,চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন।
তাই মানব কল্যাণ পরিষদের আয়োজনে প্রায় ৫শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদানসহ নানান চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮