মোঃ নেয়াজুর রহমান নয়ন চন্দনাইশ প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাকে “গ” শ্রেণি থেকে “খ” শ্রেণিতে উন্নীতকরণের বিষয়ে সার্বিক তথ্যাদির সঠিকতা সরেজমিনে যাচাইকরণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (পলিসি সাপোর্ট অধিশাখা) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোহাজারী পৌরসভা পরিদর্শন করেন। তাঁর সাথে ছিলেন স্থানীয় সরকার বিভাগের (পলিসি সাপোর্ট-১ শাখা) উপসচিব সুয়ে মেন জো। সকাল ১০টায় তাঁরা পৌর কার্যালয়ে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পৌরসভার সুযোগ-সুবিধা, জনবল, আয়তন, ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে দোহাজারী পৌরসভা “গ” থেকে “খ” শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য কিনা, তা সরেজমিনে যাচাই করেন যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। এবিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, “দোহাজারী পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীতকরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে যে প্রস্তাবনা মন্ত্রণালয়ে গিয়েছে সেই প্রস্তাবনার সার্বিক তথ্যাদির সঠিকতা যাচাইকরণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছি। পৌরসভার আয়তন এবং জনংখ্যার পরিমাণ, পৌরসভার অর্থনৈতিক অবস্থা এবং নিজস্ব আয়, পৌরসভার অবকাঠামোগত সুবিধা, পৌরসভার জনবল এবং তাদের দক্ষতা, পৌরসভার বিভিন্ন পরিষেবা, পৌরসভার পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রমের সার্বিক তথ্যাদি পর্যালোচনা করে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে দাখিল করবো। সেই প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় অনুমোদন দিলে শীঘ্রই দোহাজারী পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হবে বলে জানায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮