চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনুল করিম (২১) নামে এক ব্যক্তিকে (০১×এলজি) অস্ত্র সহ আটক করা হয়েছে।
গত শনিবার (২৭শে ডিসেম্বর) সকালে উপজেলাধীন পূর্ব জোয়ারা হাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা হাজীপাড়া ১ নং ওয়ার্ডের মাহমুদুল হোসেনের ছেলে আইনুল করিম (২১)।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন ইফতিসাম জাওয়াদ দিয়াব (১২ ফিল্ড রেজিমেন্ট) এর নেতৃত্বে চন্দনাইশ আর্মি ক্যাম্প হতে উপজেলাধানী পূর্ব জোয়ারা হাজীপাড়া ১ নং ওয়ার্ডে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়েছে। এবং অস্ত্রসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮