ইসমাইল ইমন, চট্টগ্রাম:
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম-৯ রাজধানীর মর্যাদাসম্পন্ন একটি আসন। এই আসনের ভোটারণদেরকেও আমরা রাজধানীর ভোটারদের ন্যায় মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা এই আসনের ভোটার তারা রাজধানীর ভোটারদের মর্যাদায় সকল সুযোগ-সুবিধা পাবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, নির্বাচনের দিন আপনারা সকালে সকালে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে অতীতের ন্যায় আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে। যারা বিগত দিনে আমাদের দলের ভিতরে থেকে ষড়যন্ত্র করেছে তাদের ব্যাপারেও আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। যাতে তারা যেন কোন ধরনের দুষ্টুমি করতে না পারে। তাহলে কোন একটি কেন্দ্রে ঝামেলা হলে আমরা ঐ এলাকার বিশৃঙ্খলাকারীদের সহজেই চিহ্নিত করতে পারবো।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন বাংলাদেশকে টিকিয়ে রাখার নির্বাচন। আগামী নির্বাচন গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। তাই নির্বাচন ঘিরে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ১২ফেব্রুয়ারি উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই ভোট আমরা ধানের শীষে দিব। জিয়াউর রহমানের মার্কায় দিব। বেগম খালেদা জিয়ার মার্কায় দিব। তারেক রহমানের মার্কায় দিব। বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তিনি চট্টগ্রামের জন্য কি করেছেন তা আপনারা সকলে অবগত আছেন। জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। আবু সুফিয়ান একজন পরীক্ষিত ও সংগ্রামী নেতা। একজন ঈমানদার নেতা। আবু সুফিয়ান নির্বাচিত হলে অত্র এলাকার উন্নয়নে ও আপনাদের সেবায় সবসময় পাশে পাবেন।
পবিএ কোরআন তেলোয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনার কার্যক্রম শুরু হয়। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদগণের মাগফেরাত কামনায় এবং দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাতে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান যেন নির্বাচিত হয়ে অত্র আসনের জনগণের সেবা করতে পারেন সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণে একটি মাইলফলক। গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করে জনগণের কাঙ্খিত সরকার প্রতিষ্ঠা করতে আমরা ভোটযুদ্ধে নেমেছি। আগামী ১২ ফেব্রুয়ারী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিব। সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার শুরু হয়ে গেছে। জনগণ তাদের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, য্গ্মু আহবায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সিহাব উদ্দিন মোবিন, সদস্য নুরুল আলম রাজু, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, মো. মহসিন, একে খান, মাহবুব রানা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শোয়েব রিয়াদ, সাহেদ বক্স, হেলাল চৌধুরী, ইয়াছিন চৌধুরী আছু, আবু তৈয়ব, জাকির হোসেন, আকতার খান, নুরুল আকতার সও. হাজী নবাব খান, মফিজউল্লোহা, বেলাল হোসেন, মো. বকতেয়ার, নকীব উদ্দিন ভুইয়া, শফিক আহমদ, শাহাজান চৌধুরী, আলী মর্তুজা খান, এমদাদুল হক বাদশা, আলমগীর নুর, আলী ইউসুফ, নুর হোসেন নুরু, ইসকান্দর বাবু প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮