ইসমাইল ইমন, চট্টগ্রাম,
জুলাই হত্যা মামলার আসামি, জুলাই আন্দোলন দমনে অর্থের যোগানদাতা, আওয়ামী ফ্যাসীবাদের দোসর, সাবেক আইজিপি বেনজিরের ক্যাশিয়ার ও মাফিয়া ডন জসিম উদ্দিনকে চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থীতা বাতিল করে গ্রেফতারের দাবিতে ২ জানুয়ারি শুক্রবার বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিপ্লবী জুলাই যোদ্ধা ব্যানারে।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আঠারো কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর অন্যতম নেতৃত্বদানকারী জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ওসমান গনি, জুলাই আহত রিয়াদ সুলতানা নুরী, জুলাই যোদ্ধা তানভীরুল ইসলাম,জুলাই যোদ্ধা জান্নাতুল নাঈম, জুলাই যোদ্ধা এমদাদ বাবু, জুলাই যোদ্ধা নাজমুল,জুলাই যোদ্ধা সানি,জুলাই আহত এবং হৃদয় তরুয়ার মামলার বাদী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ, নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্বাস,
কর আইনজীবী কামরুল আলম মিন্টু সহ জুলাই আন্দোলনের ছাত্র যুব শ্রমিক সহ অসংখ্য আন্দোলনকারী।
বক্তারা দাবী করেন উনি যেহেতু হত্যা মামলার আসামি, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা,ফ্যাসিবাদী দোসর এমন ব্যক্তিকে চট্টগ্রাম-১৪ মনোনয়ন দেওয়া হলে জুলাই নিহত ও আহতের রক্তের সাথে বৈঈমানি হবে।
পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী রবিবার মনোনয়ন বাতিলের জন্য রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা বরাবর স্মারকলিপি প্রদান করবে এই মর্মে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮