নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়েতে আটকে পড়ায় প্রায় দুই ঘণ্টা উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে মদিনা থেকে বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণ করে। এ সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় উড়োজাহাজটি রানওয়ে-২৩ প্রান্তে আটকে যায়, ফলে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত হয়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি রানওয়েতে থেমে যায়। পরে বাংলাদেশ বিমানের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং টিম (জিইসি) পুশ কার্টের মাধ্যমে সামনের চাকা টেনে ত্রুটি সারিয়ে নেয়। সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটি সরিয়ে নিয়ে এপ্রোনে রাখা হয়।
বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়েতে আটকে যায়। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করে উড়োজাহাজটি সরানো হয়। এখন রানওয়ে স্বাভাবিকভাবে সচল।”
এ ঘটনায় চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ছাড়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়। তবে দ্রুত ব্যবস্থাপনার কারণে যাত্রীরা বড় ধরনের ভোগান্তিতে পড়েননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮