চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম প্রেসক্লাবের নিরাপত্তা বৃদ্ধি এবং প্রবেশপথের শৃঙ্খলা রক্ষায় নতুন আঙ্গিকে ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তি চালু করা হয়েছে। শনিবার দুপুরে (১০ জানুয়ারি) একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী'র সম্পাদক এম এ মালেক এ প্রযুক্তির উদ্বোধন করেন। এখন থেকে ক্লাবের সদস্যরা ফেস বা ফিঙ্গার এক্সেস দিয়ে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, প্রেস ক্লাবের নিরাপত্তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদেক্ষপ। একইসঙ্গে ক্লাবের প্রবেশপথের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সদস্যরা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবে। এসময় তিনি ফেস বা ফিঙ্গার এক্সেস দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, প্রেসক্লাব ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার প্রয়োজনে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮