প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৪, ৪:২১ এ.এম
চট্টগ্রামে ঝড় – বৃষ্টি উপেক্ষা করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মিছিল।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামে প্রবল বর্ষণের মধ্যেও বিক্ষোভ মিছিল করেছে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ জুমার নামাজ শেষে সাধারণ দেয় মুসল্লিরাও।শুক্রবার -২ আগস্ট- জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে আধা ঘণ্টা অবস্থান করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকার দিকে যান।
আন্দোলন ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। আন্দরকিল্লা মোড়ে পুলিশের সামনে গিয়ে অনেকে কটূক্তি করে স্লোগান দেয়। তবে পুলিশ ছিল নীরব।
অপরদিকে নগরীর ওয়াসার মোড় ছিলো উত্তপ্ত। মিছিল থেকে নগরীর ওয়াসা মোড়ে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে কোটা আন্দোলনকারীরা। এ সময় সাঁজোয়া যানটি পেছনে সরে গেলে পুলিশ বক্সে ভাঙচুর চালান তারা।
বেলা পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা আন্দরকিল্লা থেকে নিউমার্কেট মোড়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে টাইগারপাস মোড়ে গিয়ে আবার বিক্ষোভ করেন। পরে সেখান থেকে লালখানবাজার মোড় হয়ে নগরীর ওয়াসা মোড় আসতেই একটি সাঁজোয়া যান দেখেন।পরে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।
আন্দোলনকে ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়।
তবে পুলিশকে মিছিলে বাঁধা দিতে দেখা যায়নি।
সরেজমিনে ঘুরে দেখা যায়- আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি নিউমার্কেট, টাইগারপাস হয়ে জিইসি মোড়ের দিকে যাচ্ছিল।এ সময় ওয়াসা মোড়ে ছাত্র-যুব লীগের একটা পক্ষ অবস্থান করছিল। ওই সময় ছাত্ররা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে বাগমনিরাম গলির দিকে ঢুকে যান। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান দেখে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন আন্দোলনকারীরা। পরে সেটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে সরে যায়। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করে তারা।
১ আগস্ট রাতে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন- চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল'-এর ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী- শিক্ষক- আইনজীবী- ডাক্তার- বুদ্ধিজীবী- সাংস্কৃতিকর্মী- গণমাধ্যমকর্মী- মানবাধিকারকর্মী- আলেম-ওলামা- শ্রমিক- অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নিয়েছেন। মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন- চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি কে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২