প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ৭:২৩ পি.এম
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

তৌহিদ বেলাল
চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সারারাত অভিযান চালিয়ে ওই তিন নেতাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরিফ।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম নগরীর চরপাথরঘাটা ২ নম্বর ওয়ার্ডের আজিপুর রহমানের বাড়ির আব্দুল নবির ছেলে আরমান হোসাইন (৩০), জুলধা ৫ নম্বর ওয়ার্ডের ইয়াছিনের ছেলে নুরউদ্দিন কাজল (২৮) ও পশ্চিম সেন্নার বাড়ি এলাকার মনির আহমদের ছেলে নূর মোহাম্মদ নাঈম (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আরমান যুবলীগের সংগঠক, কাজল কর্ণফুলী এজে চৌধুরী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাঈম চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক।
তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২