সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে রবিউল হোসেন রুবেল -৩০- নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার -২৬ ডিসেম্বর- দিনগত রাত ১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন যাবত সে লালানগর ৫নং ওয়ার্ডে তার শ্বশুর বাড়িতে থাকেন বলে জানা যায়। পেশায় সে একজন দিনমজুর এবং মাঝেমধ্যে সিএনজি অটোরিকশা চালায় বলে জানান স্বজনরা। এই ঘটনায় নিহতের স্ত্রী কাজলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিবাদী করে থানায় হত্যা মামলা দিয়েছেন।
মামলার এজহার ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, নিহত রুবেল বিকেলের দিকে তার স্ত্রী'র বড় ভাইয়ের সিএনজি অটোরিক্সায় জ্বালানী গ্যাস নেয়ার উদ্দেশ্যে বের হয়। রাতে কাপ্তাই রাস্তারমাথা থেকে গ্যাস নিয়ে আসার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে স্থানীয় কয়েকজন তাকে গতিরোধ করে। তার বিরুদ্ধে গত ২৫ ডিসেম্বর রাতে ধামাইরহাট বাজারে কামরুলের মোবাইলের দোকানে চুরি করে ২লক্ষ টাকা ও ৩টা মোবাইল নিয়ে আসে মর্মে অভিযোগ করেন। এসময় রুবেল ঘটনার ব্যাপারে অস্বীকার করলে তাকে লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপাড়া কুমারপাড়া এলাকায় নিয়ে যায় এবং ব্যাপক মারধর করেন। একপর্যায়ে দু'জনের নাম স্বীকার করলে তাদেরও ধরে এনে মারধর করে তারা। মারধরের একপর্যায়ে রুবেল নিস্তেজ হয়ে পড়লে তাকে ওই অবস্থায় রেখে চলে আসে।
এদিকে শুক্রবার ভোর ৭টার দিকে স্ত্রী কাজলী খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হাত-পা বাধা অবস্থায় রুবেলকে লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
নিহতের স্ত্রীর বড় ভাই জসিম বলেন- রুবেলকে আমি গ্যাস নিতে পাঠিয়েছিলাম। আসার পথে মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন এলাকা থেকে কয়েকজন গাড়িতে ওঠে। তারা বন্দেরাজাপাড়া এলাকায় এলে গাড়িতে থাকা কয়েকজনসহ স্থানীয়রা মিলে এই ঘটনা ঘটিয়েছে। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত দীর্ঘ সময় মারধরে তার মৃত্যু হয়েছে।"
তিনি জানান, নিহত রুবেলের প্রকৃত বাড়ি ফেরিঘাট- মা-বাবা নেই। ছোট থেকেই বনগ্রামে পালক সন্তান হিসেবে বড় হয়েছিলো। গত ৯ বছর আগে তার বোনকে বিয়ে করে সেখানেই থাকছেন। সংসারে ৬ বছরের ছেলে সন্তান রয়েছে তার।
এদিকে তার ব্যাপারে স্থানীয়রা জানান- মৃত মো. রুবেলের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক চুরির অভিযোগ রয়েছে।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান- তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তার স্ত্রী হত্যা মামলা দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮