তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার হয়েছেন। তার নিকট থেকে দুটি এলজি ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। র্যাব-১৫ এর একটি দল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকায় এই অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে তাদের একটি দল ফাঁসিয়াখালি ইউনিয়নের ভেন্ডিবাজারের রফিক মেম্বারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে সন্ত্রাসী সোহেল আহমদ (৩৭) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে দুটি এলজি ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত সোহেল চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সওদাগরঘোনা গ্রামের ইদ্রিস আহমদ ও মুর্শিদা বেগমের পুত্র।
গ্রেপ্তারকৃত আসামি ও তার নিকট থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র চকরিয়া থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরে লিখিত এজাহার দেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮