
তৌহিদ বেলাল, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়েছে।
সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবি হউন- এই প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসটি পালন করা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা: রুবেল পালিত।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র স্টাফ, নার্স, মিডওয়াইফ, পরিসংখ্যানবিদ, এমটিইপিআই, স্যানিটারী ইন্সপেক্টর, এনসিডি কর্ণারে আগত রোগীরা উপস্থিত ছিলেন। #