প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৫:৩৮ পি.এম
ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীর জুড়ে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। শনিবার সকাল থেকে বিআইডব্লিউটিএ -বন্দর ও পরিবহন বিভাগ-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্যাট মো: জিয়াউর রহমান- বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো: মোবারক হোসেন মজুমদার-মো: রেজাউল করিম ও ঘোড়াশাল নদী বন্দরের উপ পরিচালক মো: নূর হোসেন।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। এসব স্থাপনা সড়িয়ে নিতে ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়। কর্মকর্তারা জানান- টানা ৪ দিন এই অভিযান চলবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২