ইবি প্রতিনিধি:
স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তার গৌরবময় ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাসে দিবসটি পালিত হয়। এসব আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে দীর্ঘ পথচলার ইতিহাসকে স্মরণ করা হয়।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফুটবল মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলগুলো নিজস্ব ব্যানারসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের এই দিনে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শান্তিডাঙ্গা-দুলালপুরের এই জায়গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা প্রত্যেক বছর এই দিনটিকে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে উদযাপন করি। আজকেও তার অংশ হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি।”
তিনি আরও বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, ইসলামী বিশ্ববিদ্যালয় তার সুনামকে অক্ষুণ্ণ রাখবে। শিক্ষার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে এবং পরিবেশগত দিক থেকে—সব দিক থেকেই এই বিশ্ববিদ্যালয় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে, বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে তার অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।”
পরে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮