শেখ জাবেদ আহমদ সিলেট
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ফাহিমের দাফন সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার বাঘায় হাজারো মানুষ জানাজায় অংশ গ্রহন করে এই তরুণ শিক্ষার্থীকে শেষ বিদায় জানান।
সিলেট নগরীতে মোটর সাইকেল দূর্ঘটনায় বাঘা মাজর মহল্লার আব্দুল আহাদের পুত্র কলেজ শিক্ষার্থী ফাহিম আহমদ (২২) গুরুতর আহত হয়ে ১২ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় মৃত্যু বরন করেন। রোববার তার জানাজার নামাজ দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাহিমের জানাজার নামাজে বাঘা তথা উপজেলার বিভিন্ন এলাকার ব্যাপক সংখ্যক মানুষ উপস্হিত ছিলেন। এতে বিশিষ্ট ব্যক্তি বর্গের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১এর পরিচালক ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ, প্রখ্যাত আলেম মাওলানা মুসলেহ উদ্দীন,মাওলানা এমদাদুর রহমান, মাওলানা জুয়েল আহমদ, রেজাউল করিম রেজা
অর্থ সম্পাদক ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম,উপজেলা বিএনপি নেতা সেনাম আহমদ, দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াত আহমদ, প্রবীন শিক্ষক আব্দুস সোবহান,এনসিপি নেতা জাবেদ আহমদ,বাঘা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী আব্দুল কাইয়ুম, প্রবীন ব্যক্তিত্ব মাওলানা রিয়াজ উদ্দীন,তরুন সমাজ কর্মী মাহমুদ আহমদ,জিবার আহমদ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮