মো.ইমরান হোসেন,
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজনৈতিক কর্মী সমর্থক ও স্থানীয়রা।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে গঠন করা গাজীপুর-৬ আসন সোমবার (১০ অক্টোবর) হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। আদালত এর পরিবর্তে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়কে কেন্দ্র করে দুই দিন ধরেই বৃহত্তর টঙ্গী ও গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অবরোধকারীরা বলেছেন, গাজীপুর-৬ আসন বাতিলের পর সাধারণ ভোটারদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এই আসনকে কেন্দ্র করে মানুষের মধ্যে আশা সঞ্চার হয়েছিল। এ আসন বাতিল করায় লাখ লাখ ভোটার আশাহত হয়েছেন। আমাদের এই আসন লাগবেই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮