প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৪, ৯:২৫ এ.এম
গাজীপুর মহানগরীর ৬ থানার ওসি রদবদল।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের -মহানগরীর- ৮ থানার মধ্যে ৬ থানার অফিসার ইনচার্জ -ওসি- পদে একযোগে রদবদল করা হয়েছে। থানাগুলো হচ্ছে- কোনাবাড়ী থানা- বাসন থানা- সদর থানা- টঙ্গী পূর্ব থানা- টঙ্গী পশ্চিম থানা ও পূবাইল থানা।
গাজীপুর মহানগর পুলিশের সদর দফতর সূত্রে জানাযায় - জিএমপি কমিশনার মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে জিএমপি গোয়েন্দা পুলিশের -ডিবি- উত্তর বিভাগে। তার স্থলে কোনাবাড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. শাহ আলমকে। অপরদিকে সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিমকে টঙ্গী পূর্ব থানার ওসির দায়িত্বে। তার স্থলে সদর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমানকে। এছাড়াও পৃথক এক আদেশে পূবাইল থানার ওসি কামরুজ্জামানকে একই পদে বদলি করে পাঠানো হয়েছে টঙ্গী পশ্চিম থানায় এবং পূবাইল থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেনকে।
কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত বাসন থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- মো. জাহাঙ্গীর আলমকে। বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা ইতোমধ্যেই দায়িত্ব বুঝে নিয়েছেন। কোটা আন্দোলন ঘিরে অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত জিএমপির বাসন থানার পুরো কার্যক্রম এখনো শুরু হয়নি। আগুনে পুড়ে থানা ভবন অকেজো- অস্ত্র নষ্ট- লুট এবং পরিবহণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় স্থানীয় ট্রাফিক অফিসে সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জিএমপি উপ-কমিশনার -উত্তর-।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২