
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে গাজীপুর ছাড়তে শুরু করছেন কর্মজীবী মানুষ।
সোমবার সকাল থেকে যানবাহন ও যাত্রীদের চাপ কম থাকলেও দুপুরের পর থেকে ঘরমুখো যাত্রীদের ভীড় বৃদ্ধি পাচ্ছে।
গাজীপুরের চৌরাস্তার ময়মনসিংহ ও কালিয়াকৈরের চন্দ্রার ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের বাস-কোচ-ট্রাক, বাইক সহ বিভিন্ন পরিবহনে করে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। বিশেষ করে বিভিন্ন কলকারখানার শ্রমজীবী মানুষের শত কষ্ট উপেক্ষা করে উত্তর ও পশ্চিমবঙ্গ সহ দূরপাল্লার পরিবহনে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে ঈদ করতে গ্রামের বাড়িতে। এই সুযোগে পরিবহনের মালিক -স্টাফরা উচ্ছে মাফিক বাড়া আদায় করে নিচ্ছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়া থেকে দ্বিগুণ কোথাও তিন গুণের বেশি আদায় করছে।
বেশি ভাড়া আদায়ের ব্যাপারে চালকরা জানান, ঈদ উপলক্ষে পরিবহন সংকট ও যাত্রীদের প্রচণ্ড চাপ থাকায় ভাড়া একটু বেশিই নেয় হয়। অপরদিকে চন্দ্রা ও চৌরাস্তা মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের কিছু খরচ দিতে হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, পরিবহন থেকে কোন প্রকার টাকা নেয়া হয় না। বরং ঘরমুখো মানুষের ঈদ যাত্রা সফল করার লক্ষ্যে পুলিশ সেবা প্রদান করে যাচ্ছে। পরিবহনের শৃঙ্খলা ও যানজটমুক্তভাবে মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যস্থানে পৌঁছানোর ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছে।