মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর ও কালিয়াকৈরে পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে গাজীপুরে জেলা পরিষদ ক্যাম্পাসে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান ,প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ ও জেলা পরিষদের সদস্য বৃন্দ।
পৃথকভাবে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মিলনায়তনে থেকে একটি র্্যালী ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হল রুমে গিয়ে মিলিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান মো.সেলিম আজাদ , মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খাঁন , পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার প্রমূখ।এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে জাতিরপিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে বঙ্গবন্ধু ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচী পালন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাকির হোসেন মোল্লা জানান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেককাটা ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮