প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৩:০৫ পি.এম
গাজীপুরে ২ মহাসড়কে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের তিন ঘন্টা অবরোধ

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন এবং কারখানার শ্রমিককে মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার -১১ মার্চ- সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ২ মহা- সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে তিন ঘণ্টা পর দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়,
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার -১১ মার্চ- সকাল ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১০ টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গ্লোবাস কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, আমাদের কারখানার শ্রমিককে অফিসে ডেকে নিয়ে স্টাফরা মারধর করে। এসময় সব শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
পার্শ্ববর্তী মন্ট্রিমস লিমিটেড কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন মৌচাকের একটি কারখানায় ঝামেলার কারণে কিছু শ্রমিক আমাদের কারখানার সামনে আসে। সকাল ৯ টার দিকে আমাদের কারখানা ছুটি দিয়েছে ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। সকাল ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। মারধরের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২