প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৪:৫০ এ.এম
গাজীপুরে ২৮৯ তম বিজয়া দশমী উদযাপন।।
উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধ।।
গাজীপুরের কালিয়াকৈর রঘুনাথপুর ২৮৯ তম বিজয়া দশমী উদযাপন করা হয়েছে। কালিয়াকৈর দিয়ে প্রবাহিত তুরাগ নদীর পাড়ে বিজয়া দশমীর মেলা বসে। বিকেল থেকেই সকল ধর্মের কর্মের মানুষ রঘুনাথপুর মেলায় উপস্থিত হতে থাকে। রাত পর্ষন্ত চলে বিজয়া দশমীর মেলা।
রক্ষিত বাড়ি ১৭৭৫ সাল থেকে সম্প্রদায়িক সম্প্রীতি- ধর্মীয় ভাবগাম্ভীর্য- উৎসবমুখর- সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বিজয়া দশমীর মেলা উদযাপন করে আসছেন। বোয়ালী ইউনিয়নের দুর্গা প্রতিমা গুলো রঘুনাথপুর তুরাগ নদীতে নৌকায় সারি সারি ভাবে রাখা হয়। পরে রাতে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয় ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজার আজ শেষ দিন। পূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রবিবার শেষ হলো শারদীয়া দুর্গা পূজা । মা দুর্গা আজ বিদায় নিবেন তাই সনাতন ধর্মের মানুষের চোখে জল । মা দুর্গাকে হিন্দু সম্প্রদায়ের মানুষের চোখের জলে বিদায় দিবেন।
মা দুর্গাকে বিসর্জন দেওয়ার আগে বাঙালি নারীরা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে- গালে সিঁদুর দিয়ে শুরু হয় বিজয়া দশমীর উৎসব।
গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির সাথে মিশে আছে বিজয়া দশমীর মেলা। ফোচকার দোকান-বিভিন্ন ধর্মিয় জিনিষ পত্রের দোকান খেলনার দোকান, মিষ্টির দোকান, মৃৎশিল্পের বিভিন্ন জিনিস পএ।
এলাকার হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ এ মেলায় আসে। রঘুনাথপুর বিজয়া দশমীর মেলা সম্প্রদায়িক সম্প্রতি এক অপূর্ব সেতু বন্ধন।
মা দুর্গাকে আগামী বছর ভক্তরা পৃথিবীতে আসার জন্য আমন্ত্রণ জানান। আগামী বছর বিশ্বের সকল অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি নিয়ে মা দুর্গা পৃথিবীতে আসবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২