প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৩, ৮:১৬ পি.এম
গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে সন্তানকে নিয়ে স্বামী উধাও
![]()
মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি ৷৷
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী হৃদয় মিয়া চার বছরের শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চকপাড়ার সলিংমোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷নিহত নাসরিন আক্তার (২০) উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শ্রীপুর উপজেলার নাসরিন আক্তার (২০) , চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ের সাথে প্রায় ছয় বছর আগে গাজীপুর মহানগরীর সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুলের ছেলে হৃদয় মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে নিয়ে হৃদয় পালিয়েছেন।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়ি থাকতেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে পালিয়ে যান। পরে বাড়ির লোকজন নাসরিনের নিথর দেহে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মিন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর হৃদয় তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে ৷
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২