মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারগণের ইভিএম সম্পর্কে সম্যক ধারণা দেয়ার লক্ষ্যে রিটার্নিং অফিসার কার্যালয় কর্তৃক আয়োজিত একটি প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রোববার প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম ।
প্রধান অতিথি হিসেবে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে নির্বাচন পরিচালনায় ইভিএম মেশিনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। জনসাধারণ যেনো নিরাপদে এবং সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সচেষ্ট থাকবে। তিনি নির্বাচন পরিচালনাকারী সকল কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান। আগামী ২৫ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিনিধি বেছে নিবে এই আশা ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮